ঢাকা, রবিবার   ২৫ জানুয়ারি ২০২৬

নড়াইলে ৫ হাজার পিস ইয়াবাসহ জামাই-মেয়ে আটক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ২৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইলের নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়া গ্রামে ওমর শেখের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ও ৫০ হাজার টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।    

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন খুলনা এপিবিএন সদস্যরা। এ সময় মাদক কারবারি ওমর শেখ বাড়িতে ছিলেন না। তবে তার জামাই সোহাগ (৩২) ও মেয়ে তাসলিমাকে আটক করেছে পুলিশ।  

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতির দক্ষিণ যোগানিয়া গ্রামে ওমর শেখের বাড়িতে অভিযান চালিয়ে গোবরের স্তূপ, কলস, আর্বজনাসহ বিভিন্ন স্থান থেকে প্যাকেটে মোড়ানো পাঁচ হাজার পিস ইয়াবা ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি